নিয়ন্ত্রণ হারিয়ে খাবার দোকানে ঢুকে পড়ল গ্যাস ট্যাঙ্কার, স্কুল পড়ুয়া সহ আহত ৫
The gas tanker lost control and rammed into the food shop, injuring 5 including school students

The Truth Of Bengal: খড়গপুরের এক দোকানে নিয়ন্ত্রণহীন গ্যাস ট্যাঙ্কার ঢুকে আহত তিন স্কুল পড়ুয়াসহ ৫! এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরোধ সাথে তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত খেমাসুলির ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ছোট্ট খাবার দোকানে স্কুল পড়ুয়ারা টিফিন করছিলেন, তখনই ঘটে এই দুর্ঘটনা।
নিয়ন্ত্রণ হারিয়ে এইচপি গ্যাসের একটি ট্যাঙ্কার ওই খাবার দোকানে ঢুকে পড়ে, যেখানে আহত হন তিনজন স্কুল পড়ুয়া সহ ৫ জন। বাসিন্দারা জানিয়েছেন, গ্যাস ট্যাংকারটি ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে পড়ে। যার ফলে ওই দোকানে থাকা স্কুল পড়ুয়া সহ বেশ কিছু মানুষ আহত হয়। তারপরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় দু ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে।
খড়গপুর গ্রামীন থানার পুলিশ সেখানে পোঁছালে স্কুল পড়ুয়ারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত ছয় নম্বর জাতীয় সড়কের খেমাসুলি এলাকায়। স্থানীয়দের দাবি, উড়ালপুল না করলে দিনের পর দিন এরকম ঘটনা ঘটেই চলবে। অবিলম্বে উড়ালপুল করা হোক।