দাউ দাউ করে জ্বলছে গ্রাম সংলগ্ন জঙ্গল! দমকল বাহিনীর তৎপরতায় বড়জোর বাঁচলেন গ্রামবাসী!

The Truth Of Bengal, কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: রবিবাসরীয় দিনে দাউ দাউ করে জ্বলছে বিষ্ণুপুর চৌকান গ্রাম সংলগ্ন জঙ্গল, প্রায় এক ঘন্টা অগ্নিকাণ্ডের পর অবশেষে দমকলের একটি ইঞ্জিনের গ্রামবাসীদের এবং বনদপ্তরের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। সূত্রের খবর এদিন হঠাৎ করেই বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রাম সংলগ্ন জঙ্গল দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ছুটতে থাকে গ্রামের দিকে।
এরপর গ্রামবাসীরা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। গ্রামবাসীরা ব্যর্থ হলে তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে এবং বিষ্ণুপুর দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় গ্রামবাসীদের এবং বনদপ্তরের সহায়তায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তীব্র দাবদাহে শুকিয়ে রয়েছে জঙ্গল। সেই সুযোগ নিয়ে কোন অসাধু ব্যক্তি এই আগুন লাগিয়েছে। তবে এও মনে করা হচ্ছে যে, এদিন দমকল বাহিনী সময় মতী এসে না পৌঁছালে বড় বিপদ হতে পারতো এবং আগুনে ভস্মিভূত হয়ে যেত গ্রাম।