মরসুমে প্রথম কালবৈশাখী তাণ্ডব চালাল উত্তরবঙ্গে, মৃতের সংখ্যা ৪
Season's first Kalbaisakhi rampage in North Bengal, death toll 4

The Truth Of Bengal : জলপাইগুড়ি : কল্যাণ চন্দ – ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার একটি বৃহৎ অংশ আহত প্রচুর। খবর পেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে পৌঁছলেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়।
স্থানীয় মানুষ সুত্রে খবর, জলপাইগুড়িতে রবিবার বেলা ৩.৩০ মিনিট নাগাদ হঠাৎ আকাশ ভার করে কালবৈশাখী ঝড় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি এলাকার বহু এলাকা। ঝড়ের দাপটে বেশ কিছু গাছ উপড়ে যায়। জলপাইগুড়ি জেলা স্কুলের পাশে থাকা একটি গাছ ঝড়ের দাপটে উপরে পড়ে এক ব্যক্তির উপর। সেই সময় বাইকে ছিল যুবক। এখনও পর্যন্ত মৃতের নাম জানা যায়নি। স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে পৌঁছলেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। আহতদের দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ময়নাগুড়ির বার্নিশ এলাকা ঝরে লন্ডভন্ড হয়ে গেছে। আমি সেখানে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই সময় যাতে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো যায় এবং রাজ্য সরকারকে যেন সেই অনুমতি দেওয়া হয়। যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা সম্ভব হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কয়েক মিনিটের ঝড়ের দাপটে এভাবে এক যুবকের প্রাণ কেরে নেওয়ায় শোকের ছায়া এলাকায়।