রাজ্যের খবর

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামের রামজী আশ্রমে

Ramji Ashram of Jhargram

The Truth of Bengal: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে বহু প্রতিক্ষিত রাম মন্দির। উত্তরপ্রদেশের অযোধ্যায় নব নির্মিত রাম মন্দির ঘিরে তাই সাজ সাজ রব।জঙ্গলমহলে শুরু হয়েছে তারি প্রস্তুতি।  কিন্তু আপনি জানেন কী এই ঝাড়গ্রামেই একটি শতাব্দী প্রাচীন রাম মন্দির আছে? সেখানে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে রাম-সীতা ও বজরংবলীর পুজো হয়ে আসছে। যদিও এখানে রাম মন্দির থাকলেও রামজী আশ্রম হিসেবেই বেশি জনপ্রিয়।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে ঝাড়গ্রামের নোটা চনাবেড়িয়া গ্রামের রামজী আশ্রমেও বিশেষ পূজা অর্চনা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রাম নোটা চনাবেড়িয়া গ্রামের রাম মন্দির তথা রামজী আশ্রমের সূচনা হয়েছিল শতাধিক বছর আগে। ১০০ বছরেরও বেশি সময় আগে অযোধ্যা থেকে ঝাড়গ্রাম এসেছিলেন তিলক দাস নামে এক সেবাইত। তৎকালীন নোটা চনাবেড়িয়া গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে তিনি এখানেই থেকে যান। পরে একটি আশ্রম তৈরি করেন।

এবং কালক্রমে তৈরি করেন রামলালার মন্দির এবং একটি হনুমান মন্দির। পরবর্তী সময়ে এই স্থান রামজী আশ্রম হিসেবে পরিচিত হয়। এখানে প্রায় এক শতাব্দী ধরে রামের পুজো হয়ে আসছে। রাম নবমীতে হয় বড় উৎসব।অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে ঝাড়গ্রামের অতি জনপ্রিয় ও শতাব্দী প্রাচীন এই রাম মন্দির ঘিরেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। আগামী ২২ জানুয়ারি কয়েক হাজার ভক্তের সমাবেশ হবে বলেই আশাবাদী আশ্রম কমিটি।

Related Articles