রাজ্যের খবর

উৎসব মরসুমে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে পরিবেশ দপ্তর

The environment department is taking various initiatives during the festival season

Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : ভারত চেম্বার অব কমার্স ও ভারত চেম্বার লেডিস ফোরাম আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বিষয় এক আলোচনা চক্রে প্রধান বক্তা ছিলেন রাজ্যের পরিবেশ দপ্তরের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব প্রবীণ আইপিএস আধিকারিক ডক্টর রাজেশ কুমার, উপস্থিত ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার আগরওয়াল, ভারত চেম্বার লেডিস ফোরাম এর চেয়ারপারসন রেনুকা শাহ, লেডিস ফোরামের সদস্য ও অরেঞ্জ উদ্যোগ এর ম্যানেজিং ডিরেক্টর শিবানী বিঞ্জরাজকা, ভারত চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল কেকা শর্মা প্রমূখ।

এছাড়াও ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের সদস্য বিভিন্ন শিল্পপতিরা। আলোচনা চক্রে বক্তাদের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্যের পরিবেশ দপ্তরের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব প্রবীণ আইপিএস আধিকারিক ডক্টর রাজেশ কুমার।

তার বক্তব্যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরেন বাংলায়। এই আলোচনা চক্রে পরিবেশের বিভিন্ন দিক নিয়ে বিশদে আলোচনা করেন পরিবেশ দপ্তরের প্রধান সচিব ডক্টর রাজেশ কুমার। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। হাওড়াতে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের যৌথ উদ্যোগে একটি পাইলট প্রকল্প চালু হতে চলেছে ,যেখানে সাধারণ মানুষ তাদের ব্যবহারের পরে বিভিন্ন প্লাস্টিক সামগ্রী নিয়ে গেলে সেখানে গ্রহণ করা হবে এবং তার বিনিময় তাদের সংশ্লিষ্ট প্লাস্টিকের গুনমানের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে।

এই ধরনের প্রকল্প সফলভাবে রূপায়িত হলে রাজ্যের আরও বেশ কিছু জায়গায় এই ধরনের প্রকল্প চালু করা হবে বলে পরিবেশ দপ্তরের প্রধান সচিব ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডক্টর রাজেশ কুমার বলেন। তিনি আরো জানান, দূর্গা পুজোয় পরিবেশ দপ্তর প্রতিমার পরিবেশবান্ধব রং ,শব্দ দূষণ সহ বিভিন্ন বিষয়ে পূজা উদ্যোক্তাদের সচেতন করেছে এবং পুজো র সময়ও তারা কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন। ইদানিং বিভিন্ন পুজোর থিমে পরিবেশ সচেতনতা ও পরিবেশ বান্ধব বিষয় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে এবং তা ক্রমবর্ধমান। এই বিষয়ে তিনি সন্তোষ ব্যক্ত করেন।
আসন্ন দীপাবলি ও কালীপুজো উপলক্ষে ও তারা বাজি নির্মাতাদের আগে থেকেই সচেতন করছেন যাতে তারা পরিবেশবান্ধব বাজি তৈরি এবং বিক্রয় করতে বেশি করে উৎসাহিত হন।

পরিশেষে তিনি রাজ্যের জনগণকে দুর্গাপুজো ও দীপাবলি র শুভেচ্ছা জানান। তিনি বলেন তাদের ভালোভাবে উৎসব উদযাপনের জন্য পরিবেশ দপ্তর সব সময় পাশে আছে।

Related Articles