
The Truth of Bengal: বিয়ে বাড়ি যাবার বাস ও ১০৭ ছোট মুখোমুখি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল গাড়ি চালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার পর পরই নদিয়ার রানাঘাট থানার হবিবপুরের জাতীয় সড়কে। সূত্রের খবর, হবিবপুর এলাকায় মা হোটেলের সামনে একটি কলকাতাগামী বাসের সাথে একটি ১০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনায় গুরুতর আহত ১০৭ গাড়ির চালককে হবিবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাস যাত্রী। জানা গেছে বাসটি কন্যাযাত্রী নিয়ে যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কন্যাযাত্রী বাসটি রংরুটে বেপরোয়া গতিতে যাচ্ছিল। বেপাড়োয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের হবিবপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হবিবপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় প্রত্যেককে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ী দুটি আটক করেছে রানাঘাট থানার পুলিশ।