রাজ্যের খবর

খাল সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

NH116 Blocked by local

The Truth of Bengal: দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করেও, প্রশাসনের টনক নড়ানো যায়নি, ফলত ক্ষুব্ধ হয়েই জাতীয়সড়ক অবরোধের সিদ্ধান্ত নিলেন স্থানীয়রা। এই চিত্র পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে সোয়াদিঘী খাল ও গঙ্গাখালি খাল। সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। পুরো এলাকা জলমগ্ন হয়ে যায়। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও, তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। অগত্যা বীতশ্রদ্ধ হয়েই, বৃহস্পতিবার রামতারক স্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন স্থানীয়রা।

স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করার, আটকে পড়ে বহু গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, দূরপাল্লার বাস, লরিকেও। স্থানীয়দের দাবি, কাজ যতক্ষণ না শুরু হচ্ছে, তত৭ণ অবরোধ চালানো হবে। বাসিন্দারা জানিয়েছে, গত কয়েক দিনে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টির দাপট কমলেও, এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের মতারক, হোগলবেড়িয়া, সাপুয়া, হরশংকর সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে থাকায় বিপাকে পড়ছেন স্থানীয়রা। তাঁদের দাবি অতি দ্রুত জল নিকাশির ব্যবস্থা করতে হবে।

অবরোধ তুলতে, পুলিশ ঘটনাস্থলে আসে, স্থানীয়দের অনড় মনোভাব দেখায়, মৃদু লাঠিচার্জ করে পুলিশ। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। অবশেষে প্রশাসনের তরফে, দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেওয়ায় অবরোধ উঠে যায়।

Related Articles