নদীয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের, পরিবারে শোকের ছায়া…
The death of an old man in a fire in Nadia is a shadow of grief in the family

The Truth Of Bengal: নদীয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮৮ বছরের বৃদ্ধের। নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিত্যানন্দপুর গ্রামে, গত সোমবার ১৮ ই ডিসেম্বর দুপুরে অগ্নিদগ্ধ হন এক ৮৮ বছরের বৃদ্ধ। পরিবারের লোকেরা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু হয়।ক্রমশ অবস্থার অবনতি হয় এবং ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই বৃদ্ধের নাম আনন্দ রাজুয়া, বয়স আনুমানিক ৮৮ বছর।
মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।
পরিবার সূত্র জানতে পারা যায়, গত সোমবার দুপুরে বাবলারি নিত্যানন্দপুর গ্রামে নিজের বাড়িতেই ওই বৃদ্ধ সম্ভবত দেশলাই দিয়ে বিড়ি ধরানোর সময় কোনভাবে জলন্ত দেশলাই কাঠি তার শরীরে থাকা কাপড়ের মধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ হন ওই বৃদ্ধ।
পরে পরিবারের লোকেরা জানতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।সেখানেই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে শুরু হয় জরুরী ভিত্তিতে চিকিৎসা। ক্রমশ তার অবস্থার অবনতি হওয়ায় সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেহটি প্রথমে নবদ্বীপ থানায় এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।
Free Access