
The Truth of Bengal: হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরে টোটো উল্টে মৃত্যু হলো এক শিশুর। স্কুল থেকে দাদুর টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্শারির ছাত্র। পড়ুয়া নাম রুপক মালিক। রাস্তা খারাপ থাকায় টোটো উল্টে যায়।
ছোট্ট শিশুসহ তার দাদুকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে ছোট্ট শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। টোটো চালক অর্থাৎ শিশুটির দাদু গণেশ মালিক পায়ের হাড় ভেঙে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
ওই শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার। বেহাল রাস্তার জন্য এই দুর্ঘটনা এমনটাই অভিযোগ পরিবারের ও প্রতিবেশীদের। তবে হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন, শিশুর এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।