ফুলবাড়ির জোড়াপানী নদি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
The dead body of an unidentified youth was recovered from Jorapani river in Phulbari

The Truth Of Bengal : শুক্রবার ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ির জোরাপানি নদি থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে, এদিন স্থানীয়রা প্রথমে ওই যুবকের মৃতদেহ ভেসে উঠছে দেখতে পারেন। দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে। অপরদিকে মৃতদেহ ভেসে উঠার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভীড় জমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও নাম পরিচয় জানার চেষ্টা শুরু করা হয়েছে। এবং কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছে ওই যুবক ওই এলাকার নন এবং এই এলাকায় আগে কখনো দেখা যায়নি।।