রাজ্যের খবর

রঞ্জন থেকে সৃজা হয়ে ওঠার লড়াই , বিশ্বদরবারে দেশ-সেরা কল্যাণীর সৃজা

Transgender fashion show

The Truth of Bengal: রূপান্তরকামীরা আজ পিছিয়ে নেই সমাজে। স্রোতের বিপরীতে হেঁটে নিজেদের লিঙ্গ পরিচয় বদল করার পর অনেক ঝড়-ঝাপ্টা সামলে আর তাঁরা প্রতিষ্ঠিত হচ্ছেন সমাজে। নিজেদের নাম উজ্জ্বল করছেন। তাদেরই একজন কল্যাণীর কাঁঠালতলার বাসিন্দা সৃজা পাল। ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছেন। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আগের নাম ছিল রঞ্জন।

রঞ্জন থেকে সৃজা হটে ওঠার লড়াইটা খব একটা সহজ ছিল না। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক চোখরাঙানি। বহুবার সমাজের ব্যঙ্গবিদ্রূপ সহ্য করতে হয়েছে। সৃজা সহ গোটা পরিবারকে স্রোতের বিপরীতে গিয়ে সেই লড়াই চালাতে হয়েছে। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায়। সৃজা জানাচ্ছেন সমাজে তাঁর মতো যারা রূপান্তরকামী রয়েছেন তারা যেন হেরে না যান।

লড়াই করে সমাজে  নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য হোক। সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজন। তারা জানাচ্ছেন, প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভাল চোখে না নিলেও এখন তার সাফল্যে এলাকার সবাই খুশি। পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক।

Related Articles