রাজ্যের খবর

দিনহাটার ঘটনায় উদ্বিগ্ন কমিশন, জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের

The commission has called for a report from the district magistrate in Dinhata incident

The Truth of Bengal: উত্তরবঙ্গের দিনহাটায় অশান্তির ঘটনা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর গাড়ি ঘিরে হামলা চলার ঘটনা ঘটে। তৃণমূলের সরাসরি অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উদয়ন গুহ’র অভিযোগ তৃণমূলের মিছিলে হামলা চালানো হয় বিজেপির পক্ষ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের মদতে এই হামলা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ।

ঘটনা জেরে নির্বাচনের আগে রাজ্য রাজনীতি সর-গরম হয়ে উঠেছে। এই ঘটনা নিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ও খোঁজখবর নিতে শুরু করেছে। মঙ্গলবারের ঘটনা নিয়ে জেলাশাসকের কথা বলবার পর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ঘটনাস্থল খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য নির্বাচন কমিশনের দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিচার করে কঠোর পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। রিপোর্ট হাতে এলেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কমিশন সূত্রে খবর। ১০০ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত।

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে বুধবার তৃণমূলের ডাকে দিনহাটা বনধ চলছে। উদয়ন গুহ অভিযোগ করে বলেন, উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। পরাজয়ের আতঙ্কে ভুগছে বিজেপি। আর তাই তৃণমূলের ওপর হামলা শুরু করেছে নির্বাচন ঘোষণার পরপরই। নির্বাচন কমিশনকে গোটা ঘটনা জানানো হবে বলে জানান উদয়ন বাবু। সূত্রের খবর নির্বাচন কমিশনের আধিকারিকরাও দিনহাটার ঘটনা নিয়ে খোঁজ খবর শুরু করেন। পাশাপাশি জেলা শাসক কে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পাওয়ার পর জেলাশাসকের পক্ষ থেকে দিনাটার ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সূত্রের খবর।

Related Articles