সমস্ত জল্পনার অবসান, নীতি আয়োগ-এর বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
Chief Minister will attend the Niti Aayog meeting

The Truth of Bengal: নীতি আয়োগ-এর বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রীর পৌরহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলার বকেয়া আদায়ে জোরালো আওয়াজ তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মমতা।
দিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রীর পৌরহিত্যে হওয়া নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেবেন তিনি। বাংলার দাবি দাওয়া তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা টাকা – বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়া টাকা আদায়ে সোচ্চার হবেন। নীতি আয়োগ এর বৈঠকে রাজ্যের হয়ে বকেয়া আদায়ে জোরালো সওয়াল করবেন। দিল্লি যাত্রার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা নিজেই জানান, প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটে বাংলাকে বঞ্চনা করা নিয়ে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বাজেটে যে ভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, সেটা মানতে পারছি না।”
কেন্দ্রীয় বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলিকে বঞ্চনা করা নিয়ে সোচ্চার ইন্ডিয়া জোট। বিরোধী শিবির ‘ইন্ডিয়া’র বেশ কয়েক জন মুখ্যমন্ত্রী ওই বৈঠক বয়কট করেছেন। তবে বাংলার স্বার্থে বাংলার দাবি আদায়ে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, হেমন্তও বৈঠকে থাকতে পারেন। ‘‘আমি যত দূর জানি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও থাকবেন। দু’জন মিলে প্রতিবাদ করব।’’
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নীতি আয়োগ এর বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলে বাংলার দাবি দাওয়া রেকর্ড করাবেন। যদি সেই সুযোগ না মেলে প্রতিবাদ করে ফিরে আসবেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর আচমকা স্থগিত হওয়ায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শুক্রবার নিজেই সেই ধোঁয়াশা কাটালেন।