রাজ্যের খবর

আকাশপথে রেমাল-তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

The chief minister visited the areas affected by the riots by air

The Truth of Bengal: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আকাশপথে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি দেখেন। বেশ কিছুক্ষণ দক্ষিণ ২৪ পরগনার সার্বিক পরিস্থিতি দেখার পর নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন। প্রথমে বারুইপুরে সভা করেন। সেখান থেকে শ্যামবাজারে আসেন। উত্তর কলকাতার দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন। পরের কর্মসূচি আছে মেটিয়াবুরুজে।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মঙ্গলবার পরিদর্শন করার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য রাজনৈতিক কর্মসূচি কাটছাঁট করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু বায়ুসেনার হেলিকপ্টার না থাকায় বুধবার তিনি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেই মতো এদিন তিনি দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন।

গতকাল রেমাল যোদ্ধাদের কৃতজ্ঞতা জামিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আমরা করব জয়’। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান তিনি। দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিল প্রশাসন। সবাই একযোগে কাজ করেছিল। আগে থেকে অনেক প্রস্তুতি নিয়ে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো যায়। তাই অপেক্ষাকৃত কম প্রাণহানির ঘটনা ঘটে রেমাল তাণ্ডবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত সবকিছু তদারকি করেন। এবার টানা রাজনৈতিক কর্মসূচির মাঝে সময় বের করে আকাশপথে রেমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি দেখেন।

Related Articles