রাজ্যের খবর

মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

The chief minister visited the accident site in Gardenrich with a bandage on his head

The Truth Of Bengal: রবিবার মাঝরাতে মহানগরে ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের এবং আহত হয়েছেন বহু। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু। শুধু তাই নয়, ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী আহতদের নার্সিংহোমে যান।

সূত্রের খবর, রবিবার রাত ১২:১০ মিনিট নাগাদ হঠাৎ একটি বেআইনি বহুতল ভেঙে পড়ে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ধ্বংসস্তূপ এর মধ্যে বহু মানুষ আটকে পড়ে আছেন এমনটাই অনুমান অনেকের। জানা যায় ভেঙ্গে পড়া বহুতলটির বস্তির লোকজন বসবাস করতেন। ঘটনায় তারাও আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল এসে কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত উদ্ধার কাজ বহাল রয়েছে।

প্রসঙ্গত, গার্ডেনরিচকাণ্ডে ইতি মধ্যেই মোহাম্মদ ওয়াসিম নামের এক প্রমোটরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গার্ডেন থানার পুলিশ প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রুজি করা হয়েছে। যেমন – ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টেও মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, যে জায়গায় বহুতলটি নির্মাণ হচ্ছিল সেখানে আগে পুকুর থাকায় পুকুর ভরাটের অভিযোগও দায়ের করা হবে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু। দুর্ঘটনস্থল পরিদর্শন এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এছাড়াও তিনি আহতদের দেখতে নার্সিংহোমে যান। বর্তমানে আহতদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

প্রোমোটার বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করেছিলেন যেকোনো পৌরসভা এলাকায় বহু দল নির্মাণ করতে গেলে বেশ কিছু আইনি নিয়ম মেনে চলতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আইনি পদক্ষেপ মান্য করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তারও তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় সকলে অত্যন্ত মর্মাহত।

Related Articles