
The Truth of Bengal: আবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ি শহরের মেগা জল প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। বড়দিনের আগে শিলিগুড়িবাসীকে একগুচ্ছ উপহার দিতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরের আগে জোর প্রস্তুতি চলছে জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রীর এই সফরের মধ্যে উল্লেখযোগ্য হল শিলিগুড়ি শহরের মেগা জল প্রকল্পের শিলান্যাস। শিলিগুড়ি শহরের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে শিলিগুড়ি পুরনিগম ৫১১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।মুখ্যমন্ত্রী তাঁর সফরে এই প্রকল্পের শিলান্যাস তো করবেনই, সেইসঙ্গে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার পাতার প্রকল্পের শিলান্যাসও করতে পারেন বলেই জানা যাচ্ছে।
উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের মধ্যে শিলিগুড়ি অন্যতম বড় শহর। একইসঙ্গে এই শহর হল দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব ভারতে ঢোকার মূল প্রবেশদ্বার। অথচ সেই শহরেই দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। তৃণমূল এই শহরের পুরবোর্ডের ক্ষমতায় এসেই সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয়। সেই সূত্রেই শহরে ৫১১ কোটি টাকায় মেগা জলপ্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’টি ভাগে এই প্রকল্প রূপায়িত হবে। প্রথম পর্যায়ে প্রায় ২০৬ কোটি টাকায় গজলডোবা থেকে তিস্তার জল পাইপে করে এনে ফুলবাড়ির প্ল্যান্টে নিয়ে আসা হবে পরিস্রুত করার জন্য। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
নবান্ন সূত্রে খবর, ৬ ডিসেম্বর শিলিগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী। ৮ ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা বিতরণ অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন। তারপর ১০ ডিসেম্বর বানারহাটে কয়েকজনের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ১২ ডিসেম্বর শিলিগুড়িতেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তাঁর। শিলিগুড়িতে অনুষ্ঠান শেষে ওই দিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরে উত্তরবঙ্গে বিজনেস সামিট হতে পারে। ৭ ডিসেম্বর উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে হবে ওই বিজনেস সামিট। কয়েকজন শিল্পপতি এই বিজনেস সামিটে যোগ দেবেন বলে জানা গিয়েছে।