মুখ্যমন্ত্রীর হাতে যাত্রা শুরু রাজ্যের বৃহত্তম জলপ্রকল্পের
The Chief Minister inaugurated the state's largest water project

The Truth Of Bengal : বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত থাকবে না কেউ। সব বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। রাজ্যের মুখ্যমন্ত্রী আন্তরিক ভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার রাজ্যের মধ্যে সব থেকে বড় জল প্রকল্প উদ্বোধন হল হুগলি জেলায়। উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৫৫৬.৩৫ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। যা পৌঁছে যাবে বিভিন্ন এলাকায়। ৭টি পুরসভা এবং ৬টি পঞ্চায়েত এলাকার প্রায় ২০ লাখ মানুষ উপকৃত হবেন এই জল শোধনাগারের মাধ্যমে। উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে ৬ গুণ বেশি শক্তিশালী। যা রাজ্যের বৃহত্তম জল শোধনাগার। এই জল শোধনাগার তৈরি হয়েছে প্রায় ১০ একর জমির ওপর। এই জমির মালিকানা প্রাথমিকভাবে ছিল কলকাতা পুরনিগমের হাতে। তারপর মালিকানা হস্তান্তর করা হয় কেএমডিএ-কে।
একটা সময় কথা হয়েছিল এই জমিতে তৈরি করা হবে ফিল্ম সিটি। শেষমেষ এই জমিতে তৈরি হয়েছে ওয়াটার প্ল্যান্ট। এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ শুরু হয় ২০১৯ সালে। ৬০টি ওভারহেড ট্যাঙ্ক রয়েছে এখানে। মাটির নিচে রয়েছে সাতটি রিজার্ভার। রাজ্যের বৃহত্তম জল শোধানাগারের উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। সোমবার আরামবাগের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী প্রকপ্লের উদ্বোধন করেন। এই প্রকল্প তাঁর পুরসভা এলাকায় চালু হওয়ায় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব ধন্যবাদ জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাঁর দাবি, এই জল প্রকল্পের মাধ্যমে এবার পানীয় জলের সমস্যার সমাধান হবে বিস্তীর্ণ এলাকায়।
উত্তরপাড়ায় গড়ে রাজ্যের বৃহত্তম জল প্রকল্পের জন্য একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে গঙ্গার ওপর। প্রকল্পের মাধ্যমে কোন্নগর, কানাইপুর, নবগ্রাম, রঘুনাথপুর, উত্তরপাড়া, বৈদ্যবাটি, ডানকুনি, শ্রীরামপুর, চাঁপদানির মতো এলাকার মানুষ উপকৃত হবেন। এতদিন এই এলাকায় পানীয় জলের যে সমস্যা ছিল তা এবার মিটতে চলেছে।
FREE ACCESS