রাজ্যের খবর
শ্রমিকদের পোশাকে মুখ্যমন্ত্রী, মাথায় ঝুড়ি বেঁধে তুললেন চা পাতা
The chief minister in workers' clothes, tied a basket on her head and lifted tea leaves

The Truth Of Bengal : কার্শিয়াং এর মাকাই বাড়ি চা বাগান পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাহাড়ের চা বাগানে শ্রমিকদের সঙ্গে মিলে চা-পাতা তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শ্রমিকদের সঙ্গে মিলে চা-পাতা তোলার পাশাপাশি, কথাও বললেন তাঁদের সঙ্গে।
জেনে নেন গাছ থেকে পাতা তোলার কায়দা। কার্শিয়াঙের রিসর্ট থেকে বেরিয়ে পাঙ্খাবাড়ি রোডে চা বাগানের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। চা বাগানে পৌঁছে পাহাড়ি পোশাক পরে নেন তিনি। তার পর বাগানের শ্রমিকদের সঙ্গে নেমে পড়েন পাতা তুলতে।
চা-পাতা তোলার কাজ করেন মূলত মহিলা শ্রমিকেরা। প্রথমে শ্রমিকদের কাছ থেকে মমতা শিখে নেন গাছ থেকে পাতা তোলার কায়দা। কিছু ক্ষণের মধ্যে নিজেই দিব্যি চা-পাতা তুলতে থাকেন মুখ্যমন্ত্রী। পাতা তুলে রাখতে থাকেন মাথায় বাঁধা ঝুড়িতে।
FREE ACCESS