উত্তরবঙ্গ থেকে দিঘার মন্দির দর্শন আরও সহজ, ছ’টি সরকারি বাস চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
The Chief Minister announced the launch of six government buses

Truth of Bengal: দিঘায় নতুন তৈরি হওয়া জগন্নাথ দেবের মন্দির দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন লক্ষাধিক ভক্ত। দক্ষিণবঙ্গ তো বটেই, এবার উত্তরবঙ্গ থেকেও বহু মানুষ দিঘায় যাচ্ছেন মন্দির দর্শনে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষের দিঘা যাত্রাকে আরও সহজ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
আজ সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার উত্তরবঙ্গ থেকে দিঘার উদ্দেশ্যে ছ’টি সরকারি ভলভো বাস চালু হবে। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে এই বাসগুলি রোজ দিঘার দিকে রওনা দেবে। মঙ্গলবার এই বাস পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজেই।
আজ শিলিগুড়ির দীনবন্ধু ভবনে বণিকসভার সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। তাই এই উদ্যোগ।”
জানা গিয়েছে, এপ্রিল মাসের শেষ দিকে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পর থেকেই সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পর্যটন ব্যবসায়ও এর ইতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে, দিঘার মন্দির নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড। তিনি জগন্নাথ মন্দিরের গঠন, পুজোর নিয়ম এবং পুরীর মন্দিরের সঙ্গে মিল সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন। সব শুনে তিনি দিঘার এই নতুন মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘায় বাস পরিষেবা শুরু হলে ভক্তদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি দিঘার পর্যটন ক্ষেত্র আরও উন্নত হবে। এখন আর দিঘার জগন্নাথ মন্দির উত্তরবঙ্গবাসীর জন্য দূরের নয়!