রাজ্যের খবর

ভোটের মুখে সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই, ডাকতে পারবে যে কোন পদমর্যাদার ব্যক্তিদের

The CBI can call any person of any rank to investigate all the cases of Sandeshkhali in the face of the vote

The Truth Of Bengal : সন্দেশখালির ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। সিবিআই তদন্তে রাজ্য কে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই আধিকারিকরা এই তদন্তে যেন রাজ্যের কাছে অসহযোগিতা না পায়। পর্যবেক্ষণে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত। আদালতে নির্দেশ, যেকোনো পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডাকতে পারে সিবিআই। লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে আরও একটি মামলা সিবিআই-এর হাতে গেল। আদালতের পক্ষে বলা হয়েছে সন্দেশখালি সাধারণ মানুষ সিবিআই এর কাছে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন। জমি দখল, ধর্ষণ, চাষের জমিতে ভেরি তৈরিসহ অভিযোগের তদন্তের দায়িত্বভার পালন করবে সিবিআই।

আদালতে নজরদারিতে হবে তদন্ত। স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসি ক্যামেরা, এলইডি আলো বসাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২ মে। ওইদিন সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

Related Articles