গাড়ি হাইজ্যাক করতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ
The businessman was stabbed with a sharp weapon for preventing car hijacking, police are investigating

The Truth Of Bengal : মালদা :- চার চাকা গাড়ি হাইজ্যাক করতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার অঞ্চল মোড় এলাকায়।
জানা যায়, আক্রান্ত ব্যবসায়ীর নাম আতিউর মাহাতল। বাড়ি বড় কলা চন্ডিপুর। বাড়ি থেকে ২০০ মিটার দূরে অঞ্চল মোড় এলাকায় তাদের স্টিল ফ্যাক্টরি রয়েছে। বুধবার পাড়াতে জলসার অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠান শেষে স্টিল ফ্যাক্টরি হয়ে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী। সেই সময় কয়েকজন দুষ্কৃতি স্টিল ফ্যাক্টরিতে রাখা তাদের চারচাকা গাড়ি হাইজ্যাক করছিল। ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে সুরাজ শেখ, ভোদু শেখ সহ মোট চারজন মিলে মারধর করে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ।
ঘটনায় আহত হয় ওই ব্যবসায়ী চিৎকার শুরু করতেই প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকালে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।