রাজ্যের খবর

ইটে চাপা পড়ে আছে সদ্যোজাতের দেহ! ভয়ঙ্কর দৃশ্যের রইল সাক্ষী হাওড়া

The body of the newborn is buried in the brick! Howrah witnessed the horrible scene

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : সদ্যজাতর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার অন্তর্গত রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট হনুমান মন্দিরের পাশে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট হনুমান মন্দিরের পাশে এক সদ্যজাত শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা সহ মন্দিরের পূজারী। এরপর খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষনের মধ্যেই হাওড়া থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। শিশুটিকে ইট চাপা দিয়ে রাখা ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে।

Related Articles