কমিশনের বড় সিদ্ধান্ত, কলকাতার সাউথ ওয়েস্ট ডিভিশনের নতুন ডিসি রাহুল দে
The big decision of the Commission, Rahul Dey, the new DC of the South West Division of Kolkata

The Truth of Bengal : সরিয়ে দেওয়া হয়েছিল কলকাতার সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসিপি সৌম্য রায়কে। সেই জায়গায় এলেন আইপিএস রাহুল দে। জাতীয় নির্বাচন কমিশন নবান্নের পাঠানো তালিকা থেকে রাহুল দে’র নামে সিলমোহর দিয়েছে। ইতিমধ্যে দায়িত্বভার বুঝে নিয়েছেন এই পুলিশ অফিসার।
রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমারকে আগেই সরানো নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর পুলিশের আরও এক শীর্ষ কর্তা সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সোম্য রায়কে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়। আগামী ১৯ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন। ৭ দফায় নির্বাচন হবে বাংলায়। জোর কদমে চলছে নির্বাচনী প্রস্তুতি। একদিকে নির্বাচন কমিশনের প্রস্তুতি অন্যদিকে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি। এরকম সন্ধিক্ষণে সরানো হয় তাঁকে।
তৃণমূলের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী সৌম্য রায়। সেই কারণেই কি তাকে সরানো হয়েছে? শুরু হয়েছে নানান জল্পনা। এই নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস কমিশনের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে। নির্বাচন কমিশন বিজেপির কথামত চলছে বলে অভিযোগ তৃণমূলের।