ডুয়ার্সে সরকারি জমিতে থাকা অবৈধ রিসর্ট উচ্ছেদ করল প্রশাসন
The administration evicted the illegal resort on government land in Dooars

The Truth Of Bengal: অবৈধ দখলদারি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে পুলিশকে কড়া হতে নির্দেশ দিয়েছেন। নবান্নে নির্দেশের পর জেলায় জেলায় শুরু হয়েছে অবৈধ দখলদার উচ্ছেদের কাজ।
ডুয়ার্সের মেটেলি ব্লকের সরকারি জমিতে থাকা অবৈধ রিসর্ট ভাঙল প্রশাসন। বৃহস্পতিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তি ও দক্ষিণ ধুপঝোরা এলাকার দুটি বেসরকারি রিসোর্ট প্রশাসনের তরফে ভাঙ্গা হয়। এদিন রিসোর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর আর্থ মুভার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এরপর সেই সরকারি জমিতে লাগিয়ে দেওয়া হয় বোর্ডও। মঙ্গলবারের পর এদিন দ্বিতীয় দিনের এই অভিযান করা হয় প্রশাসনের তরফে। এদিন পুলিশ বাহিনী সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা প্রথমে যায় মূর্তিতে।
সেখানে একটি রিসোর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর ভাঙ্গা হয়। এর পর তারা যায় দক্ষিণ ধুপঝোরায়।সেখানেও একটি রিসর্টের ঘর ও বাগান ভেঙ্গে দেওয়া হয়। রিসোর্ট ভাঙচুরের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এদিন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ, মেটেলি থানার আই সি মিংমা লেপচা, মেটেলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহারার উপস্থিতিতে রিসোর্টের ঘর ভাঙ্গা হয়। তবে প্রশাসনের আধিকেরাকেরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।