রাজ্যের খবর

বস্ত্রের গুদামে ভয়ংকর আগুন , ঘটনাস্থলে একাধিক দমকল

The Truth Of Bengal : পঞ্চম দফার ভোটের সন্ধ্যাতেই এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শ্রীরামপুর বেলুমোরে দিল্লি রোডের পাশের একটি গার্মেন্টস ওয়ার হাউসে । আগুন লাগে আজ সন্ধের কিছু আগে।কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা যায় আকাশে। আগুনের হল্কা উপরে উঠতে থাকে পাক দিয়ে।ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায় । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।শ্রীরামপুর থানার পুলিশও পৌঁছৌয় ঘটনাস্থলে।কিভাবে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়।

শহিদুল মল্লিক নামে একজন কর্মচারী বলেন,আজকে গোডাউন বন্ধ ছিল।কিভাবে আগুন লাগল বোঝা যায়নি।ভয়াবহ আগুন লেগেছে।

এই আগুন লাগার ঘটনায় কোন হতাহতের খবর নেই তবে শর ্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।  ক্ষতির পরিমাণ স্পষ্ট না হলেও বহু টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Related Articles