ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
Tensions rise over patient's death at Phansidewa Rural Hospital

Truth Of Bengal: শিলিগুড়ি মহাকুমা ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। মৃত রোগীর নাম মহম্মদ তমিজ উদ্দিন। সে ফাঁসিদেওয়ার কালুজোত এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার পেট খারাপ নিয়ে ভর্তি হয় মহম্মদ তমিজ উদ্দিন। এরপর থেকেই ওই ব্যক্তিকে স্যালাইন দিয়ে রেখে দেওয়া হয়েছে।
চিকিৎসক কোন রকম চিকিৎসা করেনি এর কারনেই এদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।
অপরদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এবং খবর পেয়ে হাসপাতলে ছুটে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ আইনুল হক। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর হাসিনুর ইসলাম বলেন যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। তবে যারা চিকিৎসক রয়েছে তারা খুবই তাদের কাজে দক্ষ বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে শিলিগুড়ি মহাকুম পরিষদের কর্মদক্ষ আইনুল হক বলেন, “যে ঘটনা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। তবে চিকিৎসকরা জানিয়েছেন স্টোক করে মারা গিয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সদস্যরা বুঝতে না পেরে বিক্ষোভ দেখিয়েছে এখন সবকিছু ঠিক আছে। আমরা পরিবারের পাশে আছি।”