ইসলামপুর কলেজে ফের উত্তেজনা! ক্লাস না হওয়ার অভিযোগ ছাত্রদের
Tensions rise again at Islampur College! Students complain about lack of classes

Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুরঃ শুক্রবার ফের উত্তেজনা ছড়াল ইসলামপুর কলেজে। উর্দু বিভাগের ষষ্ঠ সেমিস্টারের একদল ছাত্র অভিযোগ করেন, নির্ধারিত সময়ে একাধিক অধ্যাপক কলেজে উপস্থিত ছিলেন না। তাদের দাবি, শুধু উর্দু বিভাগের নয়, ইংরেজি বিভাগেরও কিছু অধ্যাপক ক্লাস না নিয়েই অনুপস্থিত ছিলেন।
বিশেষ করে ইংরেজি বিভাগের দুই অধ্যাপকের বিরুদ্ধে ক্লাস না নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ প্রসঙ্গে ইংরেজি বিভাগের অধ্যাপক কাঞ্চন রায় স্পষ্ট বলেন, “কলেজে ক্লাস নেওয়া ছাড়াও আমাদের বিভিন্ন প্রশাসনিক এবং শিক্ষা সংক্রান্ত কাজ থাকে। এদিনও আমরা সেই কাজেই ব্যস্ত ছিলাম। ইংরেজি বিভাগের ক্লাস কিন্তু নিয়মিত হয়, অন্য কোনো বিভাগে যেভাবে হয় না।”
তিনি আরও দাবি করেন, কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ষড়যন্ত্র করে কিছু ছাত্রকে পাঠিয়েছেন এই অভিযোগ তোলার জন্য।
এদিকে, ইংরেজি বিভাগের এক ছাত্র বলেন, “আমাদের বিভাগে নিয়মিত ক্লাস হয়”। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজে ফের অশান্তি ছড়িয়েছে। ছাত্রদের অভিযোগ এবং অধ্যাপকদের পাল্টা বক্তব্যে জটিলতা তৈরি হয়েছে। কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, এই বিবাদ কীভাবে মেটে।