রাজ্যের খবর
তারাপীঠ রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত মন্দিরের পাণ্ডা
Temple panda killed in tragic road accident on Tarapith Road

Truth Of Bengal: রামপুরহাট রোডের গোপালপুর মোড় সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যাক্তির। সূত্রের খবর, মৃত ব্যাক্তি তারাপীঠ মন্দিরের পাণ্ডা নাম সাহেব মুখার্জী, পিতা সত্যবান মুখার্জী, তারাপীঠ পাণ্ডা পাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, তিনি মোটর সাইকেল চালিয়ে রামপুরহাট থেকে তারাপীঠের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গোপালপুর মোড় সংলগ্ন এলাকায় রাস্তায় পরে যান তিনি।
স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে আহত ব্যাক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেলে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পরতেই তারাপীঠ মুখার্জী পরিবারে শোকের ছায়া নেমে পরে। এলাকার মানুষজনও এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শকাহত।