ফুঁসছে তিস্তা, বাড়ছে জলস্তর, জারি করা হয়েছে সতর্কবার্তা ও একটি অ্যাডভাইসরিও
Teesta is leaking, water levels are rising, warnings and an advisory have been issued

The Truth Of Bengal : বৃহস্পতিবারই উত্তর-পূর্বে প্রবেশ করেছে বর্ষা। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরামে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। তবে রেমালের প্রভাবে অসম সহ উত্তর পূর্বের একাধিক এলাকায় য়তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ঘূর্ণিঝড়ের আফ্টার এফেক্টে অসম, সিকিম সহ ত্রিপুরাতে চলছে নাগাড়ে বৃষ্টি। এবার ক্রমশ বাড়ছে তিস্তার জলস্তর।
সিকিমের অপেক্ষাকৃত নীচু এলাকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে জারি করা হয়েছে অ্যাডভাইসরিও। কমিশনের তরফে দেওয়া অ্যাডভাইসরি অনুযায়ী, সিকিমের নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে রাজ্য প্রশাসন। অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ‘যে কোনও মুহূর্ত আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। বৃষ্টিপাতের প্যাটার্ন বদলাতে পারে। তিস্তার জলস্তর রাতারাতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তা সংলগ্ন অপেক্ষাকৃত নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে নজর রাখতে হলা হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সিকিমে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা প্রবল হচ্ছে।