চাকরি হারানো শিক্ষিকাদের গনস্বাক্ষর অভিযান, ন্যায়ের দাবিতে পথে শিক্ষিকারা
Teachers who lost their jobs hold a protest demanding justice

Truth of Bengal: সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত ইস্যু হলো এসএসসির চাকরি বাতিল, এই ঘটনায় ২৬,০০০-এরও বেশি শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন, যাঁদের অনেকেই ডিগ্রি ও যোগ্যতা থাকা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া চাকরির বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছেন সেইসব মহিলা শিক্ষিকারা।
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাঁরা শুরু করেছেন এক ব্যতিক্রমী গণস্বাক্ষর অভিযান। এই স্বাক্ষরে সাধারণ মানুষের মতামত, সহানুভূতি ও সমর্থন সংগ্রহ করা হচ্ছে। শিক্ষিকাদের দাবি ,এই রায় শুধু তাঁদের চাকরি কেড়ে নেয়নি, তাঁদের আত্মসম্মান ও ভবিষ্যতের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে।
শিক্ষিকাদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে “যারা সৎভাবে পরীক্ষা দিয়ে, ডিগ্রি নিয়ে, বছরের পর বছর পড়িয়ে এসেছেন, তাঁদের দোষ কোথায়?” বহু মানুষই এগিয়ে এসে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন, দিচ্ছেন সহানুভূতিশীল মতামত। এই সব স্বাক্ষর এবং জনগণের বক্তব্য নিয়ে তারা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন।
এই ইস্যুতে বাংলা জুড়ে তৈরি হয়েছে আবেগপ্রবণ পরিবেশ। এই আন্দোলন এখন আর শুধু চাকরি ফিরে পাওয়ার দাবি নয়, এটা হয়ে উঠেছে নিজেদের সম্মান রক্ষার লড়াই।