ট্যাংরার ছায়া আলিপুরদুয়ারে, একই পরিবারে ৩ জনের রহস্য মৃত্যু! খুন নাকি আত্মহত্যা?
Tangra's Shadow: Three members of the same family mysteriously die in Alipurduar! Murder or suicide?

Truth Of Bengal: বিগত কয়েক দিন ধরে রাজ্যে ঘটে চলেছে একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনা। ট্যাংরা, মধ্যমগ্রামের পর এবার আলিপুরদুয়ার। একই পরিবারে তিনজন সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়।
মঙ্গলবার মাদারিহাট বন দফতর কোয়ার্টারের এক মাহুত পরিবারের তিনজন সদস্যের মৃত্যু ঘটেছে। মাদারিহাটের সায়লামণ্ডল এলাকার বাসিন্দা বিনোদ ওঁরাও। পেশায় তিনি বন দফতরে কর্মরত। তার পুত্র বিবেক ওঁরাওয়ের পড়াশোনার জন্য তিনি পরিবার সহ মাদারিহাট বন দফতরের কোয়ার্টারে থাকতেন।
আরও জানা যায়, সোমবার রাতে পরিবারর সকলে মিলে খাওয়াদাওয়া করেন। তারপর তারা ঘুমাতে চলে যান। এরপর আচমকাই ওইদিন রাতে বিনোদের ভাই রবি তার সমস্ত শংসাপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এরপর মঙ্গলবার সকালে আচমকাই রবিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকার মানুষ সহ পরিবারের সদস্যরা মিলে তাকে খুঁজতে গিয়ে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা এসে রবির দেহটিকে উদ্ধার করে। তারা এই ঘটনার জন্য পরিবারের বাকি সদস্যের সাথে কথা বলেন।
সেখানে জানা যায়, রবি ওঁরাও অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন। বন দফতরে চাকরির জন্য আবেদন করেছিল সে। তাঁর বাবা ২০২৪ সালে কর্মরত অবস্থায় মারা যায় ফলে বাবার চাকরিটটা তাঁরই পাওয়ার কথা। কিন্তু বাবার মৃত্যুর পর দশ বছর কেটে গেলেও সেই চাকরি সে পায়নি।
সেই অবসাদেই হয়তো মৃত্যুর আগে নিজের সব শংসাপত্র আগুনে পুড়িয়ে দেয় রবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি না পাওয়ার অবসাদেই সে আত্মঘাতী হয়েছে। তবে বিনোদের স্ত্রী ও পুত্রের কীভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করছে পুলিশ।