ট্যাব-দুর্নীতি ঘিরে তোলপাড়! এবার উত্তেজনা হুগলিতে
tab money scam spreads excitement in hoogly

Truth Of Bengal: হুগলির শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন গার্লসের ১২ জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। প্রধান শিক্ষিকা জানান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারা জানতে পেরেছে যাদের টাকা অন্য একাউন্টে চলে গিয়েছিল তাদের মধ্যে তিনজন ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজিত কুমার মিত্র বলেন, ‘কি করে টাকা অন্য একাউন্টে চলে গেল, তাদের জানা নেই। সরকার সিট গঠন করেছে। তদন্ত চলছে। আমরা যেখানে যেখানে জানানোর সব জায়গায় জানিয়েছি।’ স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি মুখোপাধ্যায় ভট্টাচার্য বলেন, ‘অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে এরকম ছাত্রীর সংখ্যা ১২, এটা নিয়ে সমস্যা’। প্রশাসন সূত্রে খবর শ্রীরামপুর থানা এলাকার ছটি স্কুলের ৩৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ্য বাংলায় ‘তরুনের স্বপ্ন’ প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যেই বহু দুর্নীতি সামনে এসেছে। কখনও স্কুলের ভুলের জন্য ট্যাবের টাকা অন্যত্র চলে গিয়েছে, আবার কখনও অন্য রাজ্যেও চলে গিয়েছে এই প্রকল্পের টাকা। এই কয়েকদিনে অসংখ্য ছাত্রছাত্রী এই কেলেঙ্কারির শিকার। একই ঘটনার প্রতিফলন হলদিবাড়ি বালিকা বিদ্যালয় এবং দেওয়ানগঞ্জ হাই স্কুলে। এই স্কুলের পড়ুয়াদের টাকা চলে যাচ্ছে মালদা, উত্তর দিনাজপুর ও অন্যান্য জেলার অ্যাকাউন্টে। রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারিকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করা গিয়েছে। এ বিষয়ে প্রাক্তন এমএলএ অর্ঘ্য রায় প্রধানের বক্তব্য, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। দেওয়ানগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, বহু পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যার জেরেই এমন ঘটনা ঘটেছে। তিনি আরো জানান যে এই নিয়ে তাদের সঙ্গে বিডিওর কথা হয়েছে। বিডিও অফিসার তাদের জানিয়েছেন এই বিষয়টা এসআই অফ স্কুল দেখছেন।