ডুয়ার্সে ‘সিনার্জি’, ছোট ও মাঝারি শিল্পে ৯০০ কোটি বিনিয়োগের প্রস্তাব
'Synergy' held in Batabari, Dooars, proposes Rs 900 crore investment in small and medium industries

Truth Of Bengal: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনে গুরুত্ব দিতে উত্তরবঙ্গের তিনটি জেলাকে নিয়ে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন ‘সিনার্জি’ অনুষ্ঠিত হলো। সোমবার বাতাবাড়ি ট্যুরিজ়ম প্রপার্টিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, আলিপুরদুয়ারের জেলাশাসক আর ভীমলা, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সুব্বা, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। মহিলারা এখন এই কাজে এগিয়ে এসেছে। কোথাও শিল্প স্থাপনে কোনও সমস্যা হলে প্রশাসন সেই সমস্যা দূর করতে সচেষ্ট হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে কড়া নজর দিচ্ছেন।”
অন্যদিকে, এদিনের এই ‘সিনার্জি’ নিয়ে রীতিমতো কটাক্ষ করেন নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল। তিনি বলেন, “লোক দেখানো এই সিনার্জি। সিনার্জিতে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সেইভাবে সমস্যার কথা বলতেই দেওয়া হয়নি। সরকারিভাবেই এক তরফা যাবতীয় বিষয় বলা হয়েছে।”
জানা গিয়েছে, এই সিনার্জির মাধ্যমে তিন জেলার উদ্যোক্তাদের কাছ থেকে ৯০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে তিন জেলায় ৮৬০০ কোটি টাকা বিনিয়োগের আশা করা হচ্ছে। এতে তিন জেলার প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এদিনের অনুষ্ঠান মঞ্চে বেশ কিছু উদ্যোক্তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান স্থলে বিভিন্ন হস্তশিল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন ক্ষুদ্র ,ছোট ও মাঝারি শিল্প দফতরের স্টলও ছিল। কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এই অনুষ্ঠানে।