Swasthya Bandhu: ১ লক্ষের বেশি মানুষকে চিকিৎসা পরিষেবা দিল ‘স্বাস্থ্য বন্ধু’, জানালেন মুখ্যমন্ত্রী
সূচনা পর্বেই ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট রাজ্যজুড়ে পরিষেবায় নামানো হয়েছে।
Truth of Bengal: গত ১১ নভেম্বর, ২০২৫ রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছিল ‘স্বাস্থ্য বন্ধু’ মোবাইল মেডিক্যাল ইউনিট প্রকল্প। সূচনা পর্বেই ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট রাজ্যজুড়ে পরিষেবায় নামানো হয়েছে। শীঘ্রই আরও ১০০টি নতুন ইউনিট পরিষেবায় যুক্ত হতে চলেছে বলে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন।
‘Swasthya Bandhu’ (Mobile Medical Unit ) initiative of the state govt was launched on 11th November, 2025 . 110 mobile medical units have been pressed into the public service since then another 100 more units shall be soon joining the services.
I am happy to share that today…
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2025
শুরুর পর মাত্র ২০ দিনের মাথায় শিবিরে রোগীর সংখ্যা ১ লক্ষেরও বেশি ছুঁয়ে ফেলেছে। নিচের এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিষেবায় বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। যার মধ্যে রয়েছে ল্যাব টেস্ট, ইসিজি, ইউএসজি-সহ একাধিক পরীক্ষা। বিশেষ করে প্রবীণ নাগরিক ও মহিলারা এতে উপকৃত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।






