শুশুনিয়া পাহাড়ে জ্বলছে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
Susunia Hill massive Fire incident

Truth Of Bengal: সাতসকাল থেকে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে শুশুনিয়া পাহাড়কে। সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশ। বনদপ্তরের তরফে জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন লাগার ঘটনায় ছড়িয়ে আতঙ্ক। কী করে আগুন লাগল তা এখন স্পষ্ট নয়। । কে বা কারা আগুন লাগিয়েছে তা এখন বনদফতরের তরফে জানান হয়নি।
ছাতনা বনদপ্তর খবর পেয়েই ৩০ জনের একটি টিম পৌঁছায় শুশুনিয়া পাহাড়ে। এই প্রসঙ্গে ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস জানিয়েছেন, ‘ কোন দুষ্কৃতি বা কেউ এই আগুন লাগিয়েছে। আমাদের এই পুরো ঘটনা নিয়ে নজর রেখেছে। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন।‘
উল্লেখ্য, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই অগ্নিকান্ডের জেরে পাহাড়ে থাকা বিভিন্ন জীবজন্তু, সরিসৃপ ও বিরল প্রজাতির গাছ ও লতার মৃত্যু হবে বলে আশঙ্কা বন দফতরের। তবে এর থেকে বড় কোনও বিপদের ইঙ্গিতের দেননি আধিকারিকরা। বলা বাহুল্য, ২০২৪ সালে পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বনদপ্তর। কিন্তু এবার বসন্তের মাঝেই আচমকাই আগুন লেগে গেল শুশুনিয়া পাহাড়ে। আর তাতেই বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে বনদফতর।