রাজ্যের খবর

হাসি ফুটবে সুরাপ্রেমীদের মুখে, পুজোর বাজারে পুরনো দামেই মিলবে মদ

Sura lovers will smile, alcohol will be available at the old price in the Puja market

Truth Of Bengal: আগস্টের শেষ থেকে বিয়ার এবং দেশে তৈরি বিদেশি মদের দাম বেড়েছে। তবে পুজোর আগে মদপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। এই পুজোয় পুরনো দামেই মিলবে মদ ও বিয়ার। এর কারণ কী?

১৬ আগস্ট থেকে বিয়ার এবং দেশে তৈরি বিদেশি মদের দাম বাড়লেও, অনেক খুচরো বিক্রেতা এবং দোকান পুরনো দামের মদ স্টক করে রেখেছে। যেসব মদ ও বিয়ার বিক্রি হচ্ছে, তা শেষ না হওয়া পর্যন্ত নতুন দামের মদ বিক্রি হবে না। ফলে পুজোর সময় পুরনো দামেই মদ বিক্রি হবে।

জানা গেছে, বেশি বিক্রি হওয়া ব্র্যান্ডের মদ ও বিয়ার পুরনো দামে আরও ৬-৭ দিন বাজারে মিলবে। কম বিক্রি হওয়া ব্র্যান্ডের বিয়ার এবং দেশে তৈরি বিদেশি মদ আরও এক মাস পাওয়া যাবে। এই কারণে পুজোর সময় পুরনো দামেই মদ মিলবে। প্রতি বছর বাজেটের পর মদের দাম বাড়ে।

এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়ানোর জন্য আবগারি দপ্তরে আবেদন করেছিল মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। এর ফলে দেশে তৈরি বিদেশি মদের দাম প্রায় ৭-৮ শতাংশ এবং বিয়ারের দাম ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। ৭৫০ মিলিলিটারের দেশে তৈরি বিদেশি মদের দাম অন্তত ৫০ টাকা বেড়েছে। তবে পুজোর মধ্যে এই বাড়তি দাম দিতে হবে না।

Related Articles