অতিরিক্ত শূন্য পদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের
Supreme Court dismisses CBI probe into excess vacancies

Truth Of Bengal: অতিরিক্ত শূন্য পদ মামলায় স্বস্তি রাজ্যের। সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্য পদ মামলা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়েছে বলে খবর। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়ে থাকে। সেইজন্য এই বিষয়টি নিয়ে আদালত কোন হস্তক্ষেপ করবে না।
এসএসসি নিয়োগের জন্য প্রায় ৬ হাজার শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে জারি হয়েছিল বিজ্ঞপ্তি। রাজ্য মন্ত্রিসভারও অনুমোদনেই তৈরি হয়েছিল বিজ্ঞপ্তি। আর সেইসময় হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। শুধু তাই নয় সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আর এবার হাইকোর্টের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
এদিনের শীর্ষ আদালতের এই রায়ের ফলে রাজ্য সরকার ও মন্ত্রিসভার সদস্যদের উপর থেকে সম্ভাব্য সিবিআই জিজ্ঞাসাবাদের চাপ আপাতত সরল। আর তাতে কিছুটা হলেও নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে স্বস্তি পেল রাজ্য সরকার। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।