রাজ্যের খবর

দানের জমিতে স্থায়ী ডাকঘর, প্রত্যন্ত সুন্দরবনবাসীর সুরাহা

Sundarban Post Office 

The Truth of Bengal: আগেকার দিনে ছিল না মোবাইল ফোন। ছিল না ইন্টারনেট। সেই সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাক ব্যবস্থা। পরিবারের কেউ বিদেশে থাকলে বাড়ির লোক অপেক্ষায় থাকতেন কখন চিঠি আসবে। সেই যোগাযোগ মাধ্যম এখন ডিজিটাল হয়ে গিয়েছে। আগেকার দিনের মতো এখন আর কাউকে অপেক্ষায় বসে থাকতে হয় না। কারণ সবারই কাছে মোবাইল আছে। তবুও অনেক কাজের জন্য সাধারণ মানুষের আজও কাজে লাগে ডাক বিভাগ। যোগাযোগ ব্যবস্থা আজ অনেক উন্নত হলেও এলাকায় ছিল না স্থায়ী কোনও পোস্ট অফিস।

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত এলাকার মানুষের ডাক ঘরের দাবি ছিল দীর্ঘদিনের। এক এলাকাবাসী জমি দান করায় সেখানে গড়ে উঠেছে স্থায়ী পোস্ট অফিস। এবার প্রত্যন্ত এলাকার মানুষ নিজেদের এলাকায় পেলেন স্থায়ী ডাকঘর। হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকার বাসিন্দা প্রয়াত স্বর্ণময়ী মণ্ডল তিন শতক জায়গা দান করেন সাধারণ মানুষের জন্য স্থায়ী পোস্ট অফিস করার জন্য।

এবার সেই জায়গায় গড়ে তোলা স্থায়ী পোস্ট অফিসের উদ্বোধন করলেন ডাক বিভাগের বারাসত ডিভিশনের সুপার ভূপাল মজুমদার। যোগাযোগের মাধ্যম ছাড়া এখন ডাক বিভাগ অন্য অনেক জরুরি কাজে লাগে। এতদিন হিঙ্গলগঞ্জের লেবুখালিতে স্থায়ী ডাকঘর না থাকায় এলাকার মানুষকে অনেক সমস্যায় পড়তে হচ্ছিল। মানুষের সমস্যার সুরাহায় এক ব্যক্তি জমি দান করায় সেখানে এবার গড়ে উঠল স্থায়ী ডাকঘর। নয়া স্থায়ী ডাকঘর পেয়ে খুশি এলাকার মানুষ।

Related Articles