
The Truth of Bengal: ক্রান্তি ব্লকের বিডিও রিমিল সোরেন বৃহস্পতিবার বিকেলে আচমকা বেড়িয়ে পড়লেন। তিনি বাড়িতে বাড়িতে ঘুরে জানতে চান সবার বাড়িতে শৌচালয় আছে কিনা। যাদের বাড়িতে শৌচালয় নেই তাদের বাড়িতে যাতে দ্রুত শৌচালয় হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করে দেবেন বলেও আশ্বাস দেন। তিনি এলাকার মহিলাদের জিজ্ঞাসা করেন লক্ষীর ভান্ডার পান কিনা। যারা পান না তাদেরকে ১৫ ডিসেম্বর থেকে যে দুয়ারে সরকার হবে সেখানে যাওয়ার কথা বলেন।
শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ যে কারণে গ্রামের সব শিশুরাই যাতে নিয়মিত স্কুলে যায় সে বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন। বিডিওকে শিশুদের সাথে খুনসুটি করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বিডিওর এ আচরণে খুবই খুশি। তারা বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার জন্য বিডিও নিজে গ্রামে এসেছেন। এটি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
“বিডিও রিমিল সরেন বলেন, “খালধূরা ও রায়পাড়া এলাকার বেশ কিছু বাড়িতে শৌচালয় নেই বলে অভিযোগ পেয়েছিলাম। তাই নিজে এসেছি। কিছু জায়গায় নেই দেখলাম, কম সময়ের মধ্যে সেইসব জায়গায় শৌচালয় করে দেওয়া হবে।” ক্রান্তি ব্লকের বিডিও রিমিল সোরেন বৃহস্পতিবার বিকেলে আচমকা গ্রামে চলে যান। তিনি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামের রায়পাড়া এবং খালধুরা এলাকাতে যান। সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে তিনি মানুষের খোঁজখবর নেন।