রাজ্যের খবর

Success Story : চুঁচুড়ার দুই যমজ বোনের কীর্তি, যে কীর্তি করে এলাকায় হিরো তারা…

Success Story: The achievements of two twin sisters of Chunchura, who are heroes in the area...

The Truth Of Bengal : হুগলি: রাকেশ চক্রবর্তী : আইপিএলের ধাঁচে লন টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেখানেই জুনিয়র বিভাগে জয়লাভ করেছে হুগলির চুঁচুড়ার দুই যমজ বোন। জয়ের আনন্দ গোটা পরিবারের মধ্যে। আগামী দিনে লন টেনিসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় চুঁচুড়ার দুই যমজ বোন দ্রিমী বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস।

চুঁচুড়া ফানসাইড রোড, কোদালিয়া ১ পঞ্চায়েতের বাসিন্দা দিলীপ বিশ্বাস ও রানু বিশ্বাসের যমজ কন্যা দ্রিমী ও দ্রুতি। চন্দননগর সেন্ট এন্টনি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী দুজনেই। বাবা দিলীপ ও মা রানু দুজনেই স্কুল শিক্ষিক। ছোট বেলাতেই দুই মেয়ের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই কারণে খেলাধুলায় ভর্তি করেছিলেন বাবা। সাত বছর বয়স থেকেই লন টেনিস র‍্যাকেট মাঠে নেমেছে দুই বোন। তারপরেই অল্প অল্প করে এগিয়ে এসেছে তারা খেলাধুলার প্রতি। এইবার সেই খেলাতেই সাফল্য নিয়ে এসেছে চুঁচুড়া দুই জমজ বোন।

দুর্গাপুর টেনিস ক্লাবের হয়ে, বেস্ট লাইন ওয়ারিয়ার্স ফ্র্যাঞ্চাইজি কিনেছিল চুঁচুড়ার দুই যমজ বোনকে। তিরিশ হাজার টাকা নিলামে দর উঠেছিল দুই বোনের। খেলার ময়দানে দ্রিমি ও দ্রুতি দুজনেই দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে। উইনার সবার পর থেকে শুরু হয়েছে কঠিন মেহনত আগামীর স্বপ্ন পূরণের জন্য।।

টেনিস চ্যাম্পিয়নস লিগ এর অন্যতম কর্ণধার ঋষি দাস তিনি জানান, এই ধরনের প্রতিযোগিতা এর আগেও তারা করেছিলেন তবে সেটি ছিল সম্পূর্ণ বিভিন্ন রাজ্যের সিনিয়র প্লেয়ারদের নিয়ে। তবে জুনিয়রদের এই খেলার প্রতি উৎসাহিত করা এবং আগামী দিনে যাতে ছোট থেকেই খেলা ম্যাচ টেম্পারমেন্ট এই সমস্ত কিছু খেলোয়ারদের মধ্যে তৈরি হয় সেই কারণেই এই বছর প্রথম তারা এই জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করেছিলেন। এখানে একেবারে যেভাবে আইপিএল এ নিলাম হয় সেভাবেই সমস্ত প্লেয়ারদের নিলাম মারফত কিনেছিল ফ্র্যাঞ্চাইজিরা। সেখান থেকেই জয়লাভ করেছে চুঁচুড়ার দ্রিমী বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস।

Related Articles