টিউশনি পড়তে বেরিয়ে ট্র্যাক্টরের চাকায় পিষে প্রাণ গেল ছাত্রের
Student dies after being crushed by tractor wheels while going out for tuition

Truth Of Bengal: সকালে টিউশনি পড়তে বেরিয়ে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ক্লাস এইটের ছাত্রের। ঘটনাটি ঘটেছে, তারকেশ্বর থানার বালিগোড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। এলাকা সূত্রে দাবি একটি সাইকেলে করে ভাই এবং বোন বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল। রাস্তার সাইডে পাইপ লাইন যাওয়ার ফলে ওই এলাকায় অনেকটা গর্ত ছিল। সেইসময় একই দিক থেকে আসা একটি ট্রাক্টারের চাকার নিচে ওই ছেলেটি পড়ে যায়। এই ফলে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ছেলেটি।
এরপর এই ঘটনা দেখে এলাকার লোক সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে পুলিশ ওই গাড়ির চালককে আটক করেছে। এবং ওই গাড়িটিকেও সিজ করে দিয়েছে বলে এমনটাই জানা গেছে। পাশাপাশি এই ঘটনার সম্পর্কে আরও তথ্য জানতে পুলিশ ওই মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে এই ঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।