
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বাগদার রামনগর থেকে দুটি স্কুটি চুরি হয়ে যাওয়ার লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে বাগদা থানার পুলিশ। বাগদা সাগরপুর থেকে বুধবার রাতে তিন সন্দেহজনক যুবককে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা এই দুটি স্কুটি চুরি করেছিল। এছাড়াও বাগদার দেয়ালদহ এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে স্কুটি দুটি লুকিয়ে রেখেছিল।
পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই স্কুটি দুটি উদ্ধার করে। এবং তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যক্তিদের নাম অপু দাস, নিতিশ বাড়ুই ও আশিস দাস। এই তিনজনে সকলেই সাগরপুর এলাকার বাসিন্দা। তবে এই চুরির কাণ্ডে আর অন্য কেউ জড়িত আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ।