রাজ্যের খবর
১৫ লক্ষ টাকার গাঁজা সহ একজনকে গ্রেফতার করল এসটিএফ
STF arrested one person with marijuana worth 15 lakh rupees

The Truth Of Bengal : ফের একবার সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসটিএফ। এরপর সেখানে একটি পিকঅ্যাপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা।
এই ঘটনায় পিকঅ্যাপ ভ্যানের চালককে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের নাম আজিজুল হক(৪৬)। সে কোচবিহারের বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ওই পিকঅ্যাপ ভ্যান থেকে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
উদ্ধার হাওয়া গাঁজা কোচবিহারের নিশিগঞ্জ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছ এসটিএফ।
FREE ACCESS