‘বান’ মারার সন্দেহে দাদার ওপর হামলা সৎ ভাইয়ের, চাঞ্চল্য এলাকায়
Stepbrother attacks grandfather on suspicion of killing 'Ban', sensational incident in the area

Truth Of Bengal: একবিংশ শতাব্দীর আধুনিক যুগেও কুসংস্কারের বলি হতে হল এক ব্যক্তিকে। ‘বান’ মারার সন্দেহে নিজের সৎ ভাইয়ের হাতে চরম মারধরের শিকার হলেন মুর্শিদাবাদের ডোমকল থানার মধুরকল এলাকার বাসিন্দা নিফাজ শেখ। শনিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটলে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। বর্তমানে নিফাজ শেখ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নিফাজ শেখের বাবা অসুস্থ। কিন্তু তাঁকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে কবিরাজের পরামর্শ দেওয়া হয়। সেখানেই উঠে আসে ‘বান’ মারার কথা। কবিরাজের কথার ভিত্তিতে পরিবারের একাংশ, বিশেষ করে নিফাজের সৎ মা ও ভাই আরব শেখ, অভিযোগ তোলেন, নিফাজই নাকি বাবাকে ‘বান’ মেরে অসুস্থ করেছেন।
এই সন্দেহ থেকেই দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা মুহূর্তেই রূপ নেয় হাতাহাতি ও নির্মম মারধরে। নিফাজের পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত, যাতে তাকে সামাজিকভাবে অপমান ও আঘাত করা যায়। নিফাজের স্ত্রী ও পিসি ইতিমধ্যেই ডোমকল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা হতবাক, এমন অন্ধবিশ্বাস ও গোঁড়ামি দেখে। তাঁরা বলছেন, “একুশ শতকে দাঁড়িয়েও যদি আমরা ‘বান’-এর মতো কুসংস্কারে বিশ্বাস করে রক্তাক্ত হই, তবে সভ্যতা কোথায় দাঁড়িয়ে আছে?”
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বহু সমাজকর্মী ও সচেতন নাগরিক। তাঁদের মতে, শুধুমাত্র আইনি ব্যবস্থা নয়, কুসংস্কার রোধে প্রয়োজন শিক্ষার আলো ও সচেতনতার বিস্তার। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।