রাজ্যের খবর

চাষের জমি থেকে বালি চুরি, জমি বাঁচাতে পথে ক্ষতিগ্রস্ত চাষিরা

Stealing of sand from cultivated land, farmers affected on the way to save the land

The Truth of Bengal: চাষের জমি থেকে বালি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। এমন চলতে থাকলে চাষের জমি নষ্ট হয়ে যাবে বলে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে চাষিদের মধ্যে। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্ত এলাকার ঘটনা। যার বিরুদ্ধে এই বালি চুরির অভিযোগ, সেই কংগ্রেস নেতা অবশ্যা সব অভিযোগ অস্বীকার করেছেন। এলাকার দো ফসলি জমি থেকে থেকে অবাধে বালি চুরি। এমন ঘটনা ঘটছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্ত এলাকায়। যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে চাষিদের মধ্যে। এলাকার চাষের জমি থেকে অবাধে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি চাষিদের।

দিনের আলোয় চাষের জমি থেকে বালি তুলে ট্রাক্টরে করে তুলে আনা হচ্ছে। ফলে চিন্তায় সীমান্তের চাষিরা। এই জমিতেই ধান, গম, তিল, কলাই চাষ হয়। সেই জমির বালি কাটা হচ্ছে। সকাল থেকে শুরু করে সারাদিন ধরে চলছে বালি কাটা। এভাবে বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে। বর্ষার সময় ধস নামবে জমিতে। চাষিরা চাইছেন বালি তোলা বন্ধ হোক। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কংগ্রেস করেন বলে তাঁকে ফাসানো হচ্ছে। তবে অনুমতি নিয়ে তিনি কিছু বালি তুলেছিলেন বলে স্বীকার করেছে।

কংগ্রেস নেতা আব্বাসউদ্দিন শেখ নিজের দিকে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নিয়ম মেনে সামান্য বালি তুলেছিলেন। কিন্তু কিছু বালি মাফিয়া অবাধে সেখান থেকে বালি তুলছে। তাঁর সরাসরি অভিযোগ তৃণমূল নেতাদের দিকে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। চাষের জমি থেকে বালি তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েলেও চাষিরা চান, এই কাজ বন্ধ হোক। এমন চলতে থাকলে আগামিদিনে সেখানে আর চাষ হবে না। প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন চাষিরা।

Related Articles