রাজ্যের খবর

সরকারি প্রকল্পের সেতু নির্মাণের সামগ্রী চুরি, প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র উধাও

Bridge construction

The Truth of Bengal: জগৎবল্লভপুরের খাড়া পাড়ায় কানা দামোদর নদীর উপর তৈরি হচ্ছে একটি সেতু। এই সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। কিন্তু সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকেই চুরির ঘটনা ঘটছে। গত রাতে আবারো সেতু নির্মাণের সামগ্রী চুরির অভিযোগ ওঠে।

এই সেতু নির্মাণের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নয়ন দেশাই জানান, গত রাতে কে বা কারা ওই কাজের সরঞ্জাম ও মালপত্র চুরি করে নিয়ে যায়। তিনি জানান, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে লোহার রড, সিমেন্ট, ইট, বালি, ইত্যাদি। এই জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, চুরিকারীদের দ্রুত গ্রেফতার করা হোক। উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে। কিন্তু একটিরও কিনারা করতে পারেনি পুলিশ।

Related Articles