রাজ্যের খবর

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Lok Sabha Election 2024: State government declares holiday on days of Lok Sabha polls

The Truth Of Bengal : সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই বড় ঘোষণা রাজ্যের অর্থ দফতরের। লোকসভা ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবার সাত দফায় হবে রাজ্যের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। রাজ্যের অর্থ দফতর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যে যে কেন্দ্রে যেদিন যেদিন নির্বাচন, সেই কেন্দ্রগুলিতে সেদিন সেদিন কর্মীরা সবেতন ছুটি পাবেন। বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দফতরের তরফে সে নিয়ে একটি পৃথক বিজ্ঞাপ্তি জারি করা হবে। নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত কর্মীরাও নিজেদের এলাকার ভোটের দিন ছুটি পাবেন।যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে।

[ আরও পড়ুন ঃ

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

]

এবারে রাজ্যে লোকসভা ভোট হচ্ছে সাত দফায়। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে ১৩ মে, ২০ মে ২৫ মে এবং ১ জুন যে যে এলাকায় ভোট সেই সেই এলাকার সব অফিস কাছারি বন্ধ থাকবে। উদাহরণ হিসাবে ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনের সব অফিস কাছারি বন্ধ থাকবে। একই ভাবে অন্যান্য ভোটের দিনগুলিও সরকারি ছুটি হিসাবে গণ্য হবে।

Related Articles