রাজ্যের খবর

ইভটিজারদের দৌরাত্ম্য কমাতে ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দিচ্ছে চাঙ্গুরিয়ার এসএসপি উচ্চ বিদ্যালয়

SSP High School in Changuria is giving self-defence lessons to girls to reduce the violence of evtizers

The Truth of Bengal: ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দেওয়ার ব্যবস্থা করেছে স্কুল। বীরভূমের মল্লিকপুরের চাঙ্গুরিয়ার এসএসপি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার। প্রশিক্ষণ পেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ছাত্রীরা। ইভটিজারদের দৌরাত্ম্য কমাতে এই ধরণের ট্রেনিং কাজ দেবে বলে স্কুল কর্তৃপক্ষ মনে করছে।

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় ভালো বলে দাবি করেন প্রশাসনের কর্তারা। এমনকি ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যেও পরিস্কার হয়ে যায়,এই রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি উন্নতি হয়েছে। রাজ্যের নিরাপদতম শহর হল  কলকাতা।মহিলাদের সুরক্ষায় প্রশাসন কড়া নজর লাগু করায় নিরাপত্তা জনিত অবস্থার উন্নতি হয়েছে।তবুও এই রাজ্যের মেয়েদের আত্মরক্ষার নানা কৌশল শিখিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চলছে। মূলতঃ ইভিটিজারদের হেনস্থার মুখে পড়লে কিভাবে তার মোকাবিলা করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে। এই অবস্থায় বীরভূমের মল্লিকপুর ১ নম্বর পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামের এসএসপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে গত ২৬জুলাই থেকে।টানা ১মাস প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।সপ্তাহে ২দিন করে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সপ্তাহে সোমবার থএকে বৃহস্পতিবার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে নিজেদের সুরক্ষার জন্য এমন ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। যে কারণেই এমন বন্দোবস্ত করা হয়েছে। এক মাসের প্রশিক্ষণে তাদের আত্মরক্ষার জন্য অনেকটাই তৈরি করে ফেলা হবে বলে তারা আশাবাদী। স্কুল পড়ুয়ারা যারা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে তারাও স্কুলের এমন আয়োজনে খুব খুশি। কেননা পড়াশোনার চাপ এবং গ্রাম্য এলাকার পড়ুয়া হওয়ার কারণেই তারা এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ সেই ভাবে পায় না। স্কুলেই এমন প্রশিক্ষণ তাঁদের আগামী দিনে আত্মরক্ষার জন্য অনেকটাই তৈরি করে ফেলবে বলে পড়ুয়ারা মনে করছে।

Related Articles