রাজ্যের খবর

ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা শুরু হলো সিঙ্গুরে

Drones pesticides Spraying

The Truth of Bengal: বৃহস্পতিবার সিঙ্গুর বিধানসভার এলাকার দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এর অথালিয়া মাঠে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে জেলা কৃষি অধিকর্তা এবং শ্রীরামপুর মহকুমা কৃষি অধিকর্তা এবং সিঙ্গুর ব্লক কৃষি অধিকর্তার সহায়তায় কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তির প্রদর্শনী কৃষকদের অবহতিকরণ কর্মসূচি পালন হলো। এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ ও বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে সহ জেলা, মহকুমা এবং ব্লকের কৃষি অধিকর্তা এবং আধিকারিক বৃন্দ।

এদিনের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে কৃষিজ ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানান যে কৃষকরা এই ড্রোনের সাহায্যে তাদের ক্ষেত গুলিতে পোকা মাকড় মারার জন্য কীটনাশক স্প্রে করতে পারবে, এটা তাদের কাছে একটা যুগান্তকারী ঘটনা, কম সময়ে কম খরচে পুরো মাঠ জুড়ে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রে করতে পারবে ,এতে যেমন ম্যানপাওয়ার কমবে তার সঙ্গে সঙ্গে অতি অল্প সময়ে কৃষকরা তাদের জমি জীবাণুমুক্ত করতে পারবে।

বেচারাম বাবু আরো বলেন হাত দিয়ে স্প্রে করে পোকামাকড় মারতে গেলে সেই পোকামাকড় পাশের জমিতে চলে যায় ,কিন্তু এই ড্রোনের সাহায্য নিলে তা মাঠের পর মাঠ সমূলে ধ্বংস হবে ক্ষতিকারক কীটপতঙ্গ। পশ্চিমবাংলার সমস্ত কৃষকরা এর সহায়তা পাবেন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করলে তারা এই ড্রোন পাবেন, এবং কৃষকরা আরও বেশি লাভের মুখ দেখতে পাবেন।

Related Articles