রাভা জনজাতির সাংষ্কৃতিক উন্নতিকল্পে আয়োজিত হল বিশেষ কর্মশালা
Special workshop organized for cultural development of Rava tribe

Truth of Bengal: ডুয়ার্সে বিভিন্ন জনজাতির বসবাস। তাদের প্রত্যেকের নিজস্ব সংষ্কৃতিক পরিচয় রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের নৃত্য, সঙ্গীতের ধারা। ডুয়ার্সের জনজাতির সংষ্কৃতি নৃত্য ও সঙ্গীত সবার সামনে তুলে ধরতে এবং তাদের আরো উন্নতিকরণ করতে এক বিশেষ কর্মশালা আয়োজিত হয় ডুয়ার্সের বিভিন্ন বনবস্তি এলাকায়। সেই উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলার পোরো এলাকায় রাভা জনজাতির নৃত্যের কর্মশালা আয়োজিত হল। এই কর্মশালায় এলাকার রাভা জনজাতি শিল্পীরা অংশগ্রহণ করে।

প্রথম থেকেই রাভা জনজাতির মানুষেরা কর্মঠ। পরিশ্রম করে মাঠে ফসল ফলাতে তারাই পারেন। তাদের বংশ পরম্পরায় চলে আসা এই চাষের পদ্ধতি নাচ ও গানের মাধ্যমে বর্তমানে পর্যটকদের কাছে ফুটিয়ে তোলেন তারা। আর তাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ও উন্নতিকরণ করতে এই কর্মশালার আয়োজন।
কর্মশালা উদ্যোক্তা রামকুমার লামা জানান, “আমাদের উদ্দেশ্য হল যাহাতে ডুয়ার্সের জনজাতির শিল্পীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবং তাদের সাংষ্কৃতিক নৃত্য ও সঙ্গীত যেন আরো উন্নতিকরণ হয়। এছাড়া ডুয়ার্সে আগত পর্যটক দের কাছে এই জনজাতির নৃত্য ও সঙ্গীত যেন আকর্ষণীয় হয়ে ওঠে এজন্য এই কর্মশালা আয়োজন করা হচ্ছে।”